Amader Jete Hebe

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

মাটি ছেনে যখন
ইটের পাঁজা বানাচ্ছি

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

মাটি ছেনে যখন
ইটের পাঁজা বানাচ্ছি
যেই ইট দিয়ে তৈরি হবে
তোমাদের ওই ঘর
খিদে ধুঁকে বইছি যখন
শস্য এ বুকভর

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

মাটির তলা খুড়ে
যখন কয়লা উঠাচ্ছি

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

মাটির তলা খুড়ে
যখন কয়লা উঠাচ্ছি
কাসতে কাসতে জীবন যায়
শরীরও হয় ক্ষয়
গরম ভাবে হাপড় যেন
চলে অন্ত্রময়

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

ভেজা জমির উপর যখন
লাঙ্গল চালাচ্ছি

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

ভেজা জমির উপর যখন
লাঙ্গল চালাচ্ছি
কণামাত্র খাবার যখন
পাই না খেতে নিজে
পাথর দিয়ে মূর্তি বানাই
কড়া রোদের নিচে

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

ফুলের ডালা যখন তোমার
সামনে সাজাচ্ছি

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

ফুলের ডালা যখন তোমার
সামনে সাজাচ্ছি
তোমাদেরই জন্য যখন কাগজ বানালাম
তার উপরে লিখবে বলে...
রাম রাম রাম

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

জুতোর জন্যে কত জীবের
মুণ্ড খসাচ্ছি

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

জুতোর জন্যে কত জীবের
মুণ্ড খসাচ্ছি
রাঁধবে খাবে বলে বানাই
থালা বাটি গ্লাস
নিজের জন্য পাইনে যখন
সামান্য এক গ্রাস

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

চুল কামিয়ে দিচ্ছি যখন
হবে সন্যাসী

কী আমাদের জাত
আর ধর্মই বা কি

চুল কামিয়ে দিচ্ছি যখন
হবে সন্যাসী
ধুচ্ছি যখন ওই তোমাদের
কাপড় জামার কাদা
ফিরিয়ে দিতে হবে বলে
চুঁইয়ের মতোই সাদা

না না না না...

তোমাদের ওই ধাপ্পা বাপু চলবে না তো আর
উঁই খেয়েছ কুড়ে তোমার মনোবলের সার
তোমাদের ওই ধাপ্পা বাপু চলবে না তো আর
উঁই খেয়েছ কুড়ে তোমার মনোবলের সার
থুবড়ে পড়া হদ্দ বুড়ো ওই তোমাদের রথও
নড়তে চড়তে পারে না আর চূর্ণ এবং গত

টুকরো থেকে টুকরো আরও করতে যদি চাও
ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত
টুকরো থেকে টুকরো আরও করতে যদি চাও
ভাবো যদি ভিন্ন করে দেবে সবার জাত
তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও
তোমাদের যে দিন ঘনালো ভাবো সেই কথাও

ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত
ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত
ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত
ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত
ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত
ঘাম ঝরিয়ে এক হয়েছি মেলাচ্ছি সব হাত



Credits
Writer(s): Pratul Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link