Janmile Morite Habe

জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই
তবু মরণে মরণে অনেক
ফারাক আছে ভাই রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান

জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই
তবু মরণে মরণে অনেক
ফারাক আছে ভাই রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান

রক্তচোষার উস্কানিতে, জনতার দুশমনিতে
রক্তচোষার উস্কানিতে, জনতার দুশমনিতে
সারা জনম গেলে কেটে মরণ যদি আসে
ওরে সেই মরণের ভার দেখে ভাই
পাখির পালক হাসে রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান

রক্তচোষার উস্কানিতে, জনতার দুশমনিতে
রক্তচোষার উস্কানিতে, জনতার দুশমনিতে
সারা জনম গেলে কেটে মরণ যদি আসে
ওরে সেই মরণের ভার দেখে ভাই
পাখির পালক হাসে রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান

জীবন উৎসর্গ করে সবহারা জনতার তরে
মরণ যদি হয়
জীবন উৎসর্গ করে সবহারা জনতার তরে
মরণ যদি হয়
ওরে তাহার ভারে হার মানে ওই
পাহাড় হিমালয় রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান

জন্মিলে মরিতে হবে রে, জানে তো সবাই
তবু মরণে মরণে অনেক
ফারাক আছে ভাই রে

সব মরণ নয় সমান
সব মরণ নয় সমান



Credits
Writer(s): Pratul Mukhopadhyay
Lyrics powered by www.musixmatch.com

Link