Amar Ma Go

আমার মা গো
তোর চোখে কেন জলের ধারা?
তোর চোখে কেন জলের ধারা?
দুশমনে রুখিতে তোর এক পুত্র
দিল প্রাণ...
মা... দুশমনে রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ
দেখ আজ তোরে মা বলে ডাকে
আজ তোরে মা বলে ডাকে
হাজার সন্তান
আমার মা গো, কে বলে তুই সন্তানহারা
আমার মা, আমার মা গো
তোর চোখে কেন জলের ধারা?

ধন্য বীর মাতা বীর পুত্র গরবিনী, আমার মা
আমার মা... আমার মা
ধন্য বীর মাতা বীর পুত্র গরবিনী, আমার মা
সাহসী সন্তানদের শক্তি, স্বরূপিনী, আমার মা
ঘরে ঘরে আমরা মা তোর আশিস নিয়ে মাথে
সংগ্রাম করিব হিংস্র দানবের সাথে
আমার মা

আঁখি মুছে উঠে দাঁড়া
আমার মা গো
আঁখি মুছে উঠে দাঁড়া
আমার মা, আমার মা গো
তোর চোখে কেন জলের ধারা

দুশমনে রুখিতে তোর এক পুত্র
দিল প্রাণ...
মা... দুশমনে রুখিতে তোর এক পুত্র দিল প্রাণ
দেখ আজ তোরে মা বলে ডাকে
আজ তোরে মা বলে ডাকে
হাজার সন্তান
আমার মা গো, কে বলে তুই সন্তানহারা
আমার মা গো, কে বলে তুই সন্তানহারা
আমার মা, আমার মা গো
তোর চোখে কেন জলের ধারা?



Credits
Writer(s): Pratul Mukhopadhyay, Kamalesh Sen
Lyrics powered by www.musixmatch.com

Link