Choto Choto Duto Pa

ছোট ছোট দুটো পা, ছোট দুই হাত
দু' টাকায় খেটে খায় ভোর থেকে রাত
দু' টাকায় খেটে খায় ভোর থেকে রাত
ছোট ছোট দু'টো পা, ছোটো দুই হাত
ছোট ছোট দু'টো পা, ছোটো দুই হাত
দু' টাকায় খেটে খায় ভোর থেকে রাত
দু' টাকায় খেটে খায় ভোর থেকে রাত
ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত
ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত

গালি খায়, লাথি খায় করে মাথা হেঁট
তার দিকে চেয়ে রয় কত খালি পেট
গালি খায়, লাথি খায় করে মাথা হেঁট
তার দিকে চেয়ে রয় কত খালি পেট
তাই মুখে বুজে খেটে যায় ভোর থেকে রাত

ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত
ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত

কুর-তাক-তাক, দাদা, কুর-তাক-তাক
এক নয়, দুই নয়, দু' শ' দশ লাখ
কুর-তাক-তাক, দাদা, কুর-তাক-তাক
এক নয়, দুই নয়, দু' শ' দশ লাখ
দু' শ' দশ লাখ শিশু খাটে প্রাণপাত

ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত
ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত

শিশুমেলা, শিশুদিন, শিশুবৎসর
কত মধুমাখা বুলি ছাপা অক্ষর
শিশুমেলা, শিশুদিন, শিশুবৎসর
কত মধুমাখা বুলি ছাপা অক্ষর
আলো ঝলমল সভা ভাবের জোয়ার
তবু ভবিষ্যতেরা খাটে ভূতের বেগার
আলো ঝলমল সভা ভাবের জোয়ার
তবু ভবিষ্যতেরা খাটে ভূতের বেগার

ছোট ছোট দু'টো পা, ছোট দুই হাত

এ মহাভারত, দাদা, এ মহাভারত
মাছের মতোই আছে শিশুর আড়ৎ
এ মহাভারত, দাদা এ মহাভারত
মাছের মতোই আছে শিশুর আড়ৎ
জ্বালানির মতো আছে শিশুর জোগান
মহাভারতের কথা অমৃতসমান
জ্বালানির মতো আছে শিশুর জোগান
মহাভারতের কথা অমৃতসমান



Credits
Writer(s): Pratul Mukhopadhya, Jete Habe
Lyrics powered by www.musixmatch.com

Link