Ami Bazare Giya Kini Nai

আমি বাজারেতে গিয়া তোমার কিনি নাই রে মন
ভালোবাসার বিনিময়ে কিনছি তোমার মন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন

আমি বাজারেতে গিয়া তোমার কিনি নাই রে মন
ভালোবাসার বিনিময়ে কিনছি তোমার মন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন

তোমায় নিয়া সারাক্ষণ সাজে প্রেমের কুঞ্জবন
সে বনেতে করবো দু'জন মধুর আলাপন
তোমায় নিয়া সারাক্ষণ সাজাই প্রেমের কুঞ্জবন
সে বনেতে করবো দু'জন মধুর আলাপন
ভালোবাসার অভিসারে মিলবো বন্ধু বারে বারে
ভালোবাসার অভিসারে মিলবো বন্ধু বারে বারে
নয়নে নয়ন রেখে করবো আলিঙ্গন

বাজারেতে গিয়া তোমার কিনি নাই রে মন
ভালোবাসার বিনিময়ে কিনছি তোমার মন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন

কৃষ্ণের ছিল বৃন্দাবন, রাধা ছিল তার কারণ
তোমার সাথে রইবো তেমন আমি আজীবন
কৃষ্ণের ছিল বৃন্দাবন, রাধা ছিল তার কারণ
তোমার সাথে রইবো তেমন আমি আজীবন
ভালোবাইসা যতন করে রাখবো তোমায় এই অন্তরে
ভালোবাইসা যতন করে রাখবো তোমায় এই অন্তরে
দেখিবো পরান ভরে তোমারই বদন

বাজারেতে গিয়া তোমার কিনি নাই রে মন
ভালোবাসার বিনিময়ে কিনছি তোমার মন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন

আমি বাজারেতে গিয়া তোমার কিনি নাই রে মন
ভালোবাসার বিনিময়ে কিনছি তোমার মন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন
সেই মন কারো কাছে তুমি আবার বিক্রি কইরা
হইতে পারো না আপন



Credits
Writer(s): Baby Naznin, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link