Emon Ekta Jibon

এমন একটা জীবন দিলা সুখের চিহ্ন যার কপালে নাই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই
এমন একটা জীবন দিলা সুখের চিহ্ন যার কপালে নাই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই

মন দিলা বুকে ঠিকই, মিছা সবই আশা
পাইলাম না তাই কারো কাছে একটু ভালোবাসা
ও, মন দিলা বুকে ঠিকই, মিছা সবই আশা
পাইলাম না তাই কারো কাছে একটু ভালোবাসা
আমি শুধু নিঠুর ভবে দুঃখ নিয়া এই অন্তরে ঘুরিয়া বেড়ায়

এমন একটা জীবন দিলা সুখের চিহ্ন যার কপালে নাই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই

কত মানুষ পৃথিবীতে করে আসা-যাওয়া
দেখলাম না কেউ আমার মতো পাইলো এমন পাওয়া
ও, কত মানুষ পৃথিবীতে করে আসা-যাওয়া
দেখলাম না কেউ আমার মতো পাইলো এমন পাওয়া
যত পথেই আমি হাঁটি, পাই না পায়ের নিচে মাটি যেখানেই দাঁড়াই

এমন একটা জীবন দিলা সুখের চিহ্ন যার কপালে নাই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই
এমন একটা জীবন দিলা সুখের চিহ্ন যার কপালে নাই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই
এত বড় পৃথিবীতে মিললো না রে বেঁচে থাকার একটুখানি ঠাঁই



Credits
Writer(s): Baby Naznin, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link