Ami Tor Kotha Suniya

আমি তোরই কথা শুনিয়া
আরে, আপনজন পর করিয়া
পাইলাম না সুখ আমি তোরে ভালোবাসিয়া
পাইলাম না সুখ আমি তোরে ভালোবাসিয়া

আমি তোরই কথা শুনিয়া
আরে, আপনজন পর করিয়া
পাইলাম না সুখ তোরে আমি ভালোবাসিয়া
পাইলাম না সুখ আমি তোরে ভালোবাসিয়া

এখন আমায় নানান জনে নানান কথা বলে
তবু তোরে মন্দ কইলে কেউ, রাগে অঙ্গ জ্বলে

এখন আমায় নানান জনে নানান কথা বলে
তবু তোরে মন্দ কইলে কেউ, রাগে অঙ্গ জ্বলে

আমি সইতে কিছু পারি না
আবার কইতে কিছু পারি না
নিলি না রে আমারে তোর আপন করিয়া
নিলি না রে আমারে তোর আপন করিয়া

ভালোবাসার আড়ালে তোর ছিল ছলচাতুরি
মুখের কথা বিশ্বাস কইরা আমি পিছে ঘুরলাম তোরই

ভালোবাসার আড়ালে তোর ছিল ছলচাতুরি
মুখের কথা বিশ্বাস কইরা আমি পিছে ঘুরলাম তোরই

আমার স্বপ্ন পূরণ হইলো না
আরে, দুঃখ মনের গেলো না
কান্দি শুধু অন্তরে মোর পাষাণ বান্ধিয়া
কান্দি শুধু অন্তরে মোর পাষাণ বান্ধিয়া

আমি তোরই কথা শুনিয়া
আরে, আপনজন পর করিয়া
পাইলাম না সুখ একটু আমি ভালোবাসিয়া
পাইলাম না সুখ একটু আমি ভালোবাসিয়া

আমি তোরই কথা শুনিয়া
আপনজন পর করিয়া
পাইলাম না সুখ আমি তোরে ভালোবাসিয়া
পাইলাম না সুখ একটু আমি ভালোবাসিয়া



Credits
Writer(s): Baby Naznin, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link