Jikimiki Chander Alo

ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
আরে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে

ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
আরে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে

যেমন-তেমন নয় রে কিন্তু দেখতে আমার বন্ধুর মুখ
দেখলে তারে মনে হয় না স্বর্গে আছে কোনো সুখ
হার রে, যেমন-তেমন নয় রে কিন্তু দেখতে আমার বন্ধুর মুখ
দেখলে তারে মনে হয়না স্বর্গে আছে কোনো সুখ

আমার বন্ধুর মতো সুন্দর নাই রে এই ত্রিভুবনে
বন্ধুর রূপের আলো পড়ে জমিনে
আরে, বন্ধুর রূপের আলো পড়ে জমিনে

ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
হার রে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে

ঝিলের জলে আষাঢ়-ভাদ্রে ফোটে হাজার শাপলা ফুল
না দেখিলে বন্ধুর মুখটা হয় রে সকল কাজে ভুল
হায় রে, ঝিলের জলে আষাঢ়-ভাদ্রে ফোটে হাজার শাপলা ফুল
না দেখিলে বন্ধুর মুখটা হয় রে সকল কাজে ভুল

ভালোবেসে তার এই অন্তর রাইখা বুকে যতনে
বন্ধুর রূপের আলো পড়ে জমিনে
হায় রে, বন্ধুর রূপের আলো পড়ে জমিনে

ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
হায় রে, ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
হায় রে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে

ঝিকিমিকি ঝিকিমিকি চান্দের আলো ছড়ায় রাইতের আসমানে
তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
হায় রে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে

হায় রে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে
হায় রে, তেমনি বন্ধুর রূপের আলো জমিনে



Credits
Writer(s): Baby Naznin, Monir Khan
Lyrics powered by www.musixmatch.com

Link