Totodine Deri Hoye Jay - Karagarer Version

ততদিনে দেরী হয়ে যায়

হটকফি কোল্ড হয়ে যায়
গোফ নাকি দাড়ি হয়ে যায়
সিক্স প্যাক ভুড়ি হয়ে যায়
হাত থেকে বিড়ি পড়ে যায়
শিশুগুলো নারী হয়ে যায়
টম নাকি জেরি হয়ে যায়
শাড়ি পাঞ্জাবী হয়ে যায়
কঞ্চিটা বাঁশ হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়

ঘাট থেকে ফেরী চলে
বাড়ি গুলো গাড়ি হয়ে
পেঁজাতুলো ভারী হয়ে যায়
জারি গান সারি হয়ে
আতা ফল হয়ে চেরী হয়ে
দাঁত থেকে মাড়ি পড়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়

কতকিছু ঘটে প্রতিনিয়ত
শুধু কিছু প্রশ্নবোধক চিহ্ন রেখে যায়
কবে কেন কীভাবে কি হয়ে যায়
কে জানে কোথায় তার গন্তব্য
হঠাৎ আকাশ থেকে
ঝড়া কোনো এস এম এস-এ
দুইএ দুইএ চার মিলে চোখ খুলে দেয়
ততদিনে দেরী হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
কতদিনে দেরী হয়ে যায়?
যতদিনে দেরী হয়ে যায়

গানগুলো খাতা হয়ে যায়
খাতা থেকে পাতা ঝড়ে যায়
মগজের তার ছিড়ে যায়
গিটারের মন ভেঙ্গে যায়
জন স্নো সব জেনে যায়
লাঞ্চের ভাত ঘেমে যায়
পা থেকে মাটি সড়ে যায়
খুশিতে পাগল হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
কতদিনে দেরী হয়ে যায়?
যতদিনে দেরী হয়ে যায়

কুড়িতেই বুড়ি হয়ে
বাঁশগুলো ঘাস হয়ে
মাছগুলো পাখি হয়ে যায়
স্যান্ডেল চুরি হয়ে
প্যান্ডেল খুলে নিয়ে
ট্রাফিকের জট ছুটে
বর নাকি বউ হয়ে
আপলের দাম কমে
আবুলের দাম বাড়ে
অভিশাপে বর হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
কতদিনে দেরী হয়ে যায়?
যতদিনে দেরী হয়ে যায়

কতকিছু হয় কত হাবিজাবি গল্প
আরও দিন আছে এই দিন দিন নয়
সুযোগের অপেক্ষায় কাটে দিন রাত
হবে সব হবে
ধৈর্য তোমার জন্য
যতদিনে কতদিনে
কতদিনে যতদিনে (অনেকবার)

ভুল সব ঠিক হয়ে যায়
গাধা গুলো ঘোড়া হয়ে যায়
কালো টাকা সাদা হয়ে যায়
আঁধারে আলোর দেখা পায়
চাপে পড়ে হীরা হয়ে যায়
মেশিনেরও মগজ গজায়
জ্বর ভাইরাল হতে চায়
সব মরে ভূত হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়
ঘড়িটার কাটা থেমে যায়
অমানুষ হুশ ফিরে পায়
সব একা এক হয়ে যায়
ইতিহাস লাশ হয়ে যায়
গান বেশি বড় হয়ে যায়
ততদিনে দেরী হয়ে যায়



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link