Abar Dekha Holey - Karagarer Version

সেই bus stop-এ আবার
মোহময়ী সন্ধ্যার ফাঁকে
চকচকে magazine
আয়না হবে

দু'চোখ বুজে মিলে ভুলে
দু'টো শুকনো লাল গোলাপ
মিশে যাবে রাজপথে
গভীর ঘুমে

পথিক থেমে আছে
কোনো বদ্ধ নর্দমায়
জমাট বাঁধা
অলস গুমোট সময়

বছর পাঁচেক ঘুমের শেষে
হয়ত রোদেলা এক সকাল জাগবে

আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও

আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি

আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-

কোনো মাঝরাতে হঠাৎ হাওয়ায়
ছায়াপথ চিঠি পাঠায়
নিঃশব্দের ভাষায়

সেই গান শুনে ভুলে যাওয়া
যত শুকনো পায়ের ছাপ
পথের গায়ে পড়ে থাকা

আমিও শুনি
শোনে নীলাভ পাখি
আমিও শুনি
শোনে নীলাভ পাখি
হয়তো তুমিও

আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা বৃত্তের আবর্তে আবারও
আশ্চর্য নিরাসক্ত মায়া বাঁধনে আবদ্ধ
চেনা স্তদ্ধ মুহূর্তে আবারও

আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি

আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-

আবার দেখা হলে
মিলিয়ে নিও মনের ছবি
শুনেছি বদলে গেছে
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি

আবার দেখা হলে
বোলো, "কেমন আছো তুমি?"
শুনেছি বদলে গেছ
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি

জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
জানি বদলায়নি বুকের খাঁচায়
উদাস নীলাভ পাখি
লুকিয়ে আজো গাইছে নীরবে
লুকিয়ে আজো গাইছে-



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link