Neel Shohore Brishti - Karagar Version

নীল শহরের গায়ে জমছে শ্রাবণ
দিন ঝরে জল বিনিময় চলাচল
প্রিয় থেমে থাকা ক্ষয়ে যাওয়া দৃষ্টি সরণ
ভেজা মনে তবু অনুপলে আবেগী তরু
ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়
ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়

ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
নীল পাখিটা ভিজে ভিজে শিক আড়ালে ঘোলা চোখে
তাকিয়ে শোনে জলে কলতান
হাওয়ার তালে ঝুমুর তালে খাঁচা শহর আদর টানে
স্পর্শে জাগে ঘুন ধরা প্রাণ

নীল পাখিটা ভিজে ভিজে শিক আড়ালে ঘোলা চোখে
তাকিয়ে শোনে জলে কলতান
হাওয়ার তালে ঝুমুর তালে খাঁচা শহর আদর টানে
স্পর্শে জাগে ঘুন ধরা প্রাণ

ভিজে ভাবনায় ভাবনায় উদাসী পাখি
ভিজে শহুরে আঁধারে মেশা নিয়ন বাতি
ভিজে গভীর অগভীর জানালা

ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়
ভিজে ভাবনা - ভাবনায় উদাসী মাটি
মিশে নিরুপায় মায়াময় বিবাগী রেখায়

ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা
ছেঁড়া জলের সহজ কথায় কবিতা



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link