Chorki - Karagar Version

আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীর ঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও

বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে

আমাকে চাদরে মুড়িয়ে আদরে
জোছনার বর্ষায় ভেজাতে নিয়ে যাও
নীলচে সাগরের তীর ঘেঁষা বালুতে
মিথ্যে স্বপ্নের প্রাসাদ বানাতে দাও

সকালের আলোতে ঘাস ভরা সবুজে
হামাগুড়ি হুড়োহুড়ি গড়াগড়ি খেতে দাও
কুয়াশার ধোঁয়াশায় ভয় পেয়ে হারালে
খুঁজে নিয়ে আমাকে জড়িয়ে ধরে চুমু খাও

বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে

বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে
শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে
গভীর হতে দাও আমার গভীরে
রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে

(বাড়তে দাও বুনো ঝোঁপের মতন করে)
(শুকিয়ে যেতে দাও ফুল যেমন ঝরে)
(গভীর হতে দাও আমার গভীরে)
(রাতের সাথে অন্ধকার যেমন বাড়ে)



Credits
Writer(s): Asif Iqbal
Lyrics powered by www.musixmatch.com

Link