Shurjodoy

দেয়াল গুলোয় আঁকা নীল আকাশ
আর হাসি মুখের মানুষগুলো
দেখায় রঙিন সুখ স্বপ্ন বিশ্বাস
সব ঢেকে যায় আজ ধুলোয়

আমার মাঝে জন্মায় গ্লাণি
হতাশারই প্রতিধ্বনি
বিবর্ণ এই জীবনধারা
আমায় করে পথহারা

আমি কি তবে চিরতরে রব ম্লান
আমার রক্তে জেগে ওঠে এক বিদ্রোহী স্লোগান
ধূসর আকাশের দিগন্তে সূর্যোদয়
জাগ্রত হয় আমার ভেতর এক অশরীরী
প্রত্যয়!

জং ধরা গোলক ধাঁধার মাঝে
হারিয়ে ছিলাম কতকাল
রক্তিম আকাশের দূর প্রান্তে
আবছা আলো দে সকাল

আমার মাঝে জয়ধ্বনি
জাগরণের প্রতিধ্বনি
বিবর্ণ এই জীবনধারা
আমায় করে দিশেহারা

আমি কি তবে চিরতরে রব ম্লান
আমার রক্তে জেগে ওঠে এক বিদ্রোহী স্লোগান
ধূসর আকাশের দিগন্তে সূর্যোদয়
জাগ্রত হয় আমার ভেতর এক অশরীরী
প্রত্যয়!

আমি কি তবে চিরতরে রব ম্লান
আমার রক্তে জেগে ওঠে এক বিদ্রোহী স্লোগান
ধূসর আকাশের দিগন্তে সূর্যোদয়
জাগ্রত হয় আমার ভেতর এক অশরীরী
প্রত্যয়!

আমি কি তবে চিরতরে রব ম্লান
আমার রক্তে জেগে ওঠে এক বিদ্রোহী স্লোগান
ধূসর আকাশের দিগন্তে সূর্যোদয়
জাগ্রত হয় আমার ভেতর এক অশরীরী
প্রত্যয়!



Credits
Writer(s): Azhar Chowdhury, Jeffrey Ovijit, Rabiul Awal, Rabiul Awal Real, Samir Hafiz
Lyrics powered by www.musixmatch.com

Link