Autripto

আঁধার ঘেরা ছায়ার অন্তরালে ফিরে দেখা স্মৃতি
ভ্রান্ত চিন্তাকে পিষ্ট করে অগ্রসর যাত্রা পথিক
ভীত অস্তিত্বের হাহাকার, সিক্ত কায়াহীন মায়াজাল
অসহায় নীরব অতীতের স্থবিরতায় চোখ মেলে দেখি

আমি অক্লান্ত পথের পথিক
হতে চাই আমি সত্যের পথিক
পথহারা আমার এই স্বপ্ন দেখা
সীমাহীন নীরবতায় ঘেরা

আজ আমি স্বপ্ন দেখি
সত্যের আশা আঁকড়ে বেঁচে থাকি
দুঃস্বপ্নের হাতছানি
দেখায় বাস্তবতার প্রতিচ্ছবি
স্বপ্ন দেখে, নিজেকে খুঁজি স্বপ্নের মাঝে

আত্মঘাতের অবশ ছায়ায় ক্ষত বিক্ষত আজ আমি
রক্তের স্লোগান দেয় বিদ্রোহী বুলেটের ক্রুদ্ধতার গ্লানি
কোটি মানুষের আর্তনাদ, মিথ্যের আগ্রাসী অপবাদ
অবরুদ্ধ সংঘাতের মাঝে বাধভাঙ্গা দাবানল আমি

আমি অক্লান্ত পথের পথিক
হতে চাই আমি সত্যের পথিক
পথহারা আমার এই স্বপ্ন দেখা
সীমাহীন নীরবতায় ঘেরা

আজ আমি স্বপ্ন দেখি
সত্যের আশা আঁকড়ে বেঁচে থাকি
দুঃস্বপ্নের হাতছানি
দেখায় বাস্তবতার প্রতিচ্ছবি
স্বপ্ন দেখে, নিজেকে খুঁজি স্বপ্নের মাঝে

কষ্টের এই জীবন
বিকৃত হাসি
পেছন ফিরে দেখি সূর্য হাসছে
তার অমলিন অশালীন অসভ্য শেষ অট্টহাসি
দিগন্তে জাগে এক অশুভ ধ্বনি
হয়ে উন্মাদ উত্তাল আজ এই পৃথিবী
ক্রমাগত পিছিয়ে পরে, আক্রান্ত
অসুস্থ, আমার অনুভূতি
অতৃপ্ত, আমার চেতনা
অসুস্থতার মাঝে আমার
অতৃপ্ত এক বাসনা

ভেঙে দাও দ্বিধারী দোর
তীব্র ঝড়েও অগ্রসর
ভেঙে দাও দ্বিধারী দোর
তীব্র ঝরেও, অগ্রসর

আজ আমি স্বপ্ন দেখি
সত্যের আশা আঁকড়ে বেঁচে থাকি
দুঃস্বপ্নের হাতছানি
দেখায় বাস্তবতার প্রতিচ্ছবি
স্বপ্ন দেখে, নিজেকে খুঁজি স্বপ্নের মাঝে



Credits
Writer(s): Jeffrey Ovijit, Rabiul Awal Real, Rezwan Ashraf, Samir Hafiz
Lyrics powered by www.musixmatch.com

Link