Shaper Pathor

অন্ধ মানবতা, ক্ষুব্ধ চেতনা
তীব্র প্রতারণা, ব্যার্থ প্রেরণা
ঘৃণ্য দুর্নীতি, নষ্ট রাজনীতি
বেপরোয়া বেয়োনেটে, তোরা আজ জিম্মি

আজো শকুনেরা খাচ্ছে কুঁড়ে কুড়েঁ
আত্মমানবতার মিথ্যা আবরণে
ভন্ড ভালোবাসার ঝান্ডা দেখিয়ে
আবারো হেসে বেড়ায় কলারটা উঁচিয়ে

চেতনাগুলো নিকৃষ্ট মায়ার লোভে ছেয়ে গেছে
ভাবনা গুলো গলা টিপে আজও হত্যা করে, হত্যা করে

অঝোরে ঝরে পড়া অবুঝ প্রাণগুলো
পরাহত আজও বেদনাসিক্ত
বলতে পায় ভয়, শোনেনা কিছু
নিরীহ জীবগুলোর ভক্ষক তুমি

এবার পারলে আয়,
ভাঙবো তোর দুর্গ
মানিনা, মানবোনা
হয় মারবো নয় মরবো

চেতনাগুলো নিকৃষ্ট মায়ার লোভে ছেয়ে গেছে
ভাবনা গুলো গলা টিপে আজও হত্যা করে

নির্যাতনের শিকার, থাকবোনা হয়ে আমরা আর
তোমারই কৃতকাৰ্য, চিরবন্দি করবে তোমায় সাপের পাথরে

চেতনাগুলো নিকৃষ্ট মায়ার লোভে ছেয়ে গেছে
ভাবনা গুলো গলা টিপে আজও হত্যা করে
হত্যা করে



Credits
Writer(s): Jeffrey Ovijit, Rabiul Awal Real, Rezwan Ashraf, Samir Hafiz
Lyrics powered by www.musixmatch.com

Link