Tobu

চোখ খোলো, তাকিয়ে দেখো
তাকিয়ে দেখো সীমানার শেষ কোথায়
বৃষ্ট্রির ফোঁটায়, মৃদুল হাওয়ায়
ক্লান্ত হৃদয় ছুঁয়ে যায়
চেতনা সন্ন্ধ্যের আলোর মতোন
কেন হারিয়ে যায়
স্তব্ধ বিষন্নতায়

শেষের আলো, দেখা দেবে কবে
সূর্যটা ওঠে না যে, ভাবে
সব আয়োজন মিছে মিছি, তবু

চোখ খোলো, তাকিয়ে দেখো
তাকিয়ে দেখো সীমানার শেষ কোথায়
বৃষ্ট্রির ফোঁটায়, মৃদুল হাওয়ায়
ক্লান্ত হৃদয় ছুঁয়ে যায়
চেতনা সন্ন্ধ্যের আলোর মতোন
কেন হারিয়ে যায়
স্তব্ধ বিষন্নতায়

শেষের আলো, দেখা দেবে কবে
সূর্যটা ওঠে না যে, ভাবে
সব আয়োজন মিছে মিছি, তবু

শেষের আলো, দেখা দেবে কবে
সূর্যটা ওঠে না যে, ভাবে
সব আয়োজন মিছে মিছি, তবু

শেষের আলো, দেখা দেবে কবে
সূর্যটা ওঠে না যে, ভাবে
সব আয়োজন মিছে মিছি, তবু

চোখ খোলো, তাকিয়ে দেখো



Credits
Writer(s): Jeffrey Ovijit, Samir Hafiz
Lyrics powered by www.musixmatch.com

Link