Awbawsh - Adrishyo Nagordolar Trip

আমায় তুমি অবশ করে দাও
Goodbye বলার আগেই চলে যাও
গায়ে লেগে থাকে তোমার ঘ্রাণ
মাটির সুরে বাঁধি তোমার গান
তোমার খোলা চুলে নুড়ি ঝড়
আমি খুঁজি তোমার ভেতর ঘর

আমাকে যেতে দাও তোমার চিন্তার সিঁড়ি বেয়ে
মাথার ভেতরে তোমার আলোগুলো জ্বলে নেভে

আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল
ক্লান্ত দু'চোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল

আমায় ছাদের ধারে নিয়ে যাও
পায়ের নিচের জমি কেড়ে নাও
আমার গলার tone-এ চাপা রাগ
তোমার collarbone-এ কীসের দাগ?

আমাকে যেতে দাও তোমার চিন্তার সিঁড়ি বেয়ে
মাথার ভেতরে তোমার আলোগুলো জ্বলে নেভে

আমার এ মনে ভাড়াটে রাখি না
বিছানা পাতা আছে কতকাল
ক্লান্ত দু'চোখে আমার আকুতি
তুমি কেবল করো না খেয়াল



Credits
Writer(s): Anupam Roy
Lyrics powered by www.musixmatch.com

Link