Kanchanjangha - Adrishyo Nagordolar Trip

গতরাতে বাড়ি ফেরা হয়নি তাই
এখনো চটি পায়ে অলিগলি ঘুরে বেড়াই
সাহসী গাছ যদি মাঝরাতে কেঁদে ফেলে
সে রাতে ফুল ঝরে যায়, তারা ডানা মেলে

গোলপার্কের মোড়ে এসে দেখি
দাঁড়িয়ে প্রশান্ত একা বলে, "চাইছো কী?"
আমি বলি, "একটা দোকান যদি খোলা পেতাম
AC-তে বসে ঠাণ্ডা মেশানো জল খেতাম"

কিছুই না পেয়ে আমি এগিয়ে যাই
দেখি পুলিশ সেজে মানুষ হেঁটে বেড়ায়
আমাকে দেখেও দেখে না, তাই চট করে
আমিও কেটে পড়ি কোনো shortcut ধরে

কিছুটা এগিয়ে বুঝি পথের ভুল
এটা কি Chinatown, নাকি গানের স্কুল?
কোনো যুবতীর হাসি এসে পড়ে গায়ে
কে যেন ডেকে নিয়ে গেল চুপি চুপি পায়ে

লোহার সিঁড়িতে পাক খেয়ে আমি
উপরে পৌঁছেই দেখি এ কী নোংরামি
দু'জনে চাউমিন ছোঁড়ে আর নেশা করে
আমাকে নিয়ে যাওয়া হলো পাশের ঘরে

আমাকে বসিয়ে AC on করে
আমি বলি, "কোথায় ফাঁসালে? কোন চক্করে?
এত রাতে কার বাড়ি জেগে থাকে?
এটা কি bar, নাকি বাড়ি, সেটা বলো আগে"

এরপর গোলাপের সরবতে
আমি ভেসে যাই মরুভূমি পর্বতে
ঝুঁটি বাঁধা, স্যুট পরা লোক আসে
আমরা bridge খেলে চলি এক নিঃশ্বাসে

সময় পাইনি, তাই সময় দেখিনি
এই জানলায় আলো ফোটে বুঝতে পারিনি
তখন এই হাতে কেউ হাত রেখে
বলে, "তুমি ফিরে যাও বাড়ি sunrise দেখে"

এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়
এখানে এলে আরাম পায় মন
এখানে কেউ থাকতে আসে না জেনো
তুমি মাঝে মাঝে এসে থেকে যেও বরং



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link