Modhyobitto Trap - Adrishyo Nagordolar Trip

একটা গল্প বলছি শোনো
কোনো নতুন কিছু নয়
Capitalist এই সমাজে
বেঁচে থাকতে লাগে ভয়
বেঁচে থাকতে লাগে টাকা
সেখানে বাড়ছে gap
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত trap
এই মধ্যবিত্ত trap

তুমি পড়াশোনা করে
একটা stable চাকরি চাও
তাতে সপ্তাহের সাত দিনই
খেটে খেটে মরে যাও
আর মাইনেও বাড়ে অল্প
জীবনটা লাগে drab
তুমি এড়িয়ে চলতে শেখো
এই মধ্যবিত্ত trap
এই মধ্যবিত্ত trap

ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা
ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা

তুমি ব্যাংকে টাকা রাখলে
সেই টাকা কমে যায়
চুপি চুপি মুদ্রাস্ফীতি
তার গাদা পেটি খায়
তুমি loan চাইতে গেলে
ওরা করবে দূর ছাই
নীরব আদানি হলে
তোমায় বানাবে জামাই
তোমায় বানাবে জামাই

তোমার degree যতই থাকুক
আর মাইনেও হোক যতই
তোমার পুঁজি তো হবে না
কোনো ব্যবসায়ীর মতো
আর businessman-এর টিক্কি
বাঁধে রাজনৈতিক নেতা
তবে নেতার চেয়েও বড়
ধর্মগুরুদের মাথা
ধর্মগরুদের মাথা

ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা
ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা

Middle class-এর স্বপ্ন
আমরা অল্প একটু চাই
যেন পাশের ফ্ল্যাটের বঙ্কার থেকে
অংকে বেশি পাই
তোমার মূল্যবোধই আসল
হারিয়ে ফেলো না
তোমার পিঠ দেওয়ালে ঠেকে
আর safe খেলো না
আর safe খেলো না

ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা
ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা

ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা
ও ভাইয়েরা বোনেরা
ভাইয়েরা বোনেরা



Credits
Lyrics powered by www.musixmatch.com

Link