Bhorer Opekkha

শেষ রাতে শুরু হলো এক নারকীয় কাণ্ড
মানুষ রূপে পিশাচেরা শুরু করল তাণ্ডব
আর নয় লুকিয়ে থাকা, আড়ালে মাথা নিচু
সইবোনা এই অত্যাচার, করতে হবে কিছু

জাগো
জেগে ওঠো বীর বাঙ্গালী
ভোর হতে এখনো অনেক দেরি
জেগে ওঠো বীর বাঙ্গালী
জাগো
জাগো
জাগো
জাগো

ওই চাঁদটা ঢেকে ফেলো আমার ক্রোধেরি চাদরে
চাই না ওই তারাগুলো দেখুক আমারি কষ্টকে
ঘরে ঘরে দুর্গ গড়ার এখনি সময়
যা পাই তা হাতে নিয়ে ঝাঁপিয়ে পরবো

জাগো
জেগে ওঠো বীর বাঙ্গালী
ভোর হতে এখনো অনেক দেরি
জেগে ওঠো বীর বাঙ্গালী
জাগো
জাগো
জাগো
জাগো

কে মিত্র, কে শত্রু, এ কেমন ছদ্মবেশ
আর সয় না, দেই রওয়ানা, অপেক্ষায় আমার দেশ

ঘরে ঘরে দুর্গ গড়ার এখনি সময়
যা পাই তা হাতে নিয়ে ঝাঁপিয়ে পরবো

জাগো
জেগে ওঠো বীর বাঙ্গালী
ভোর হতে এখনো অনেক দেরি
জেগে ওঠো বীর বাঙ্গালী
জাগো
জাগো
জাগো
জাগো
জাগো



Credits
Writer(s): Chowdhury Shakib
Lyrics powered by www.musixmatch.com

Link