Buddhihotta

আর কত চিৎকার আর কত হাহাকার আর কত আর্তনাদের ঢেউ
নয় মাস পার করে সব ছারখার করে যুদ্ধ কি শেষ হবে আদৌ
লণ্ডভণ্ড করে ধ্বংসযজ্ঞ করে নিয়েছে যে কত শত প্রাণ
কেউ তো ভাবিনি মোরা এখনো যে বাকি আছে তাদের আসল অভিযান

মেরে ফেলো আছে যত শিক্ষক
মেরে ফেলো শান্ত কবি
প্রাণ নাশ কর সব ডাক্তারের
কতল করো সাংবাদিক
যদি হও কোন এক শিল্পী
কিম্বা উকিল, লেখক
যদি হও কোন ইঞ্জিনিয়ার
জান হবে তোমার কবচ

ওরা আমার মেরুদণ্ড ভাঙতে চায়
অসভ্য জুগে ছুড়ে ফেলতে চায়
ওরা আমার দেশকে পঙ্গু করতে চায়

রাজাকার নামে সেই নরপশু বাহিনী ঘরে ঘরে দিচ্ছে হানা
লিস্টটি ধরে ধরে শিক্ষিত বাঙ্গালী এখন তাদের নিশানা
বোধগম্য হয়ে গেছে যুদ্ধেতে হেরে গেছে এখন দিবে শেষ বাঁশ
যতটুকু পারে তারা করে দিয়ে যাবে এই বাংলাদেশের সর্বনাশ

মেরে ফেলো আছে যত শিক্ষক
মেরে ফেলো শান্ত কবি
প্রাণ নাশ কর সব ডাক্তারের
কতল করো সাংবাদিক
যদি হও কোন এক শিল্পী
কিম্বা উকিল, লেখক
যদি হও কোন ইঞ্জিনিয়ার
জান হবে তোমার কবচ

ওরা আমার মেরুদণ্ড ভাঙতে চায়
অসভ্য জুগে ছুড়ে ফেলতে চায়
ওরা আমার দেশকে পঙ্গু করতে চায়
ওরা আমার বুদ্ধি হত্যা করেছে
শিক্ষিত সমাজ মেরেছে
ওরা আমার দেশকে অক্ষম করেছে

মেরেছে যত শিক্ষক, মেরেছে শান্ত কবি
আমাদের বুদ্ধিজীবী, ভুলব না তোমাদের

ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না

মেরে ফেলো আছে যত শিক্ষক
মেরে ফেলো শান্ত কবি
প্রাণ নাশ কর সব ডাক্তারের
কতল করো সাংবাদিক
যদি হও কোন এক শিল্পী
কিম্বা উকিল, লেখক
যদি হও কোন ইঞ্জিনিয়ার
জান হবে তোমার কবচ

ওরা আমার মেরুদণ্ড ভাঙতে চায়
অসভ্য জুগে ছুড়ে ফেলতে চায়
ওরা আমার দেশকে পঙ্গু করতে চায়
ওরা আমার বুদ্ধি হত্যা করেছে
শিক্ষিত সমাজ মেরেছে
ওরা আমার দেশকে অক্ষম করেছে

ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না
ভুলব না, ভুলব না, বুদ্ধি হত্যাকে ভুলব না



Credits
Writer(s): Chowdhury Shakib
Lyrics powered by www.musixmatch.com

Link