Mohora

আমি যেই পথে চলছি, জানি না কোথা যায়
আমার সামনে যে দুয়ার, কী আছে ওপাশটায়?
আজ আমার হাতের মুঠোয় মারণাস্ত্রের সম্ভার
যমদূতকে বলে দিয়েছি আমি মৃত্যুর হাতিয়ার

দেখো ওই আকাশে তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে

মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম

কে কোথা থেকে এসেছে, কার কী যে পরিচয়
অচেনা লোকের ভিড়ে চেতনার মুক্তি হয়
সারা দিন, সারা রাত খেটে যাই নিজেকে তৈরি করবো বলে
ক্রমশ মিশে যাই, নিজেকে খুঁজে পাই যোদ্ধার আবরণে

দেখো ওই আকাশে তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে

মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম

লুকোচুরি, দৌড়াদৌড়ি, সামরিক অনুশীলন
ফাটা রোদে, ভেজা স্রোতে মরণের শিহরণ
এরই মাঝে দেখি জ্বলে ওঠে ভ্রাতৃত্বের কোলাহল
এরই মাঝে হয়ে উঠি অদম্য, চঞ্চল
লৌহ পেটানো শরীরের মাঝে আজ আগ্নেয়গিরির স্রোত
ঝঞ্ঝার মতো উদ্দাম হয়ে গেছি, কে ঠেকাবে আমার ক্রোধ?

দেখো ওই আকাশে তোমার আমার হাসি ছোটে
শত কষ্টের আড়ালে

মহড়াতে মুছে যাবে পুরোনো
যোদ্ধা বেশে হবে পুনর্জন্ম



Credits
Writer(s): Chowdhury Shakib
Lyrics powered by www.musixmatch.com

Link