Kal Boishakhi

কাল বৈশাখী আমার ঘরে
কাল বৈশাখী আমায় ছুড়ে
অতন্দ্র প্রহরী, কোথায় গেলে
কে দিবে যে আশ্রয়
প্রবল ঝড়ে

এই প্রচণ্ড প্রলয়ের মাঝে আজ উত্তাল আমার মন
এই সমস্ত বেগতিক অশালীন কাণ্ডে ভেঙে গেছে জীবন
ধাপে ধাপে দেখি বেড়ে ওঠে আমার হৃদয়ের অশান্তি
উড়ে যাবো নাকি হয়ে যাবো নিজেই উন্মাদ বৈশাখী

বধ্যভূমি আমার বুকে
অগণিত লাশ আমায় ডাকে
বলে ওরে অভাগা তুই কি করবি
আমাদের প্রতিশোধ তুই কবে নিবি

এই প্রচণ্ড প্রলয়ের মাঝে আজ উত্তাল আমার মন
এই সমস্ত বেগতিক অশালীন কাণ্ডে ভেঙে গেছে জীবন
ধাপে ধাপে দেখি বেড়ে ওঠে আমার হৃদয়ের অশান্তি
উড়ে যাবো নাকি হয়ে যাবো নিজেই উন্মাদ বৈশাখী

ঝড়ো হাওয়া বৃষ্টির মাঝে, খুঁজে পাবে আমাকে
আঁধার ছেড়া বিদ্যুতে খুঁজে পাবে আমাকে
শেষ লঘ্নের ঘণ্টা বাজে
আমি নই একা দাঁড়িয়ে

এই প্রচণ্ড প্রলয়ের মাঝে আজ উত্তাল আমার মন
এই সমস্ত বেগতিক অশালীন কাণ্ডে ভেঙে গেছে জীবন
ধাপে ধাপে দেখি বেড়ে ওঠে আমার হৃদয়ের অশান্তি
উড়ে যাব নাকি হয়ে যাব নিজেই উন্মাদ বৈশাখী



Credits
Writer(s): Chowdhury Shakib
Lyrics powered by www.musixmatch.com

Link