E Kemon Din

এ কেমন দিন আইল ভবে (এ কেমন দিন আইল ভবে)
কাঁদলে আমি, জগত হাসে (কাঁদলে আমি, জগত হাসে)

এ কেমন দিন আইল ভবে
কাঁদলে আমি, জগত হাসে
সুধাই না কেউ দুঃখ কি তোর
সুধাই না কেউ দুঃখ কি তোর

এ কেমন দিন আইল ভবে
কাঁদলে আমি, জগত হাসে

সত্যের হেথা হয়না লালন
মিথাই গুরু, মিথাই পালন
সত্যের হেথা হয়না লালন
মিথাই গুরু, মিথাই পালন

দুচোখে তোর পাপের নাচন
আর কতকাল দেখবিরে মন
এ কেমন দিন আইল ভবে
কাঁদলে আমি, জগত হাসে

দুই হৃদয়ের মাঝে সে পথ
পিছলে অতি স্বার্থপরের
দুই হৃদয়ের মাঝে সে পথ
পিছলে অতি স্বার্থপরের

পরের দুয়ারে রাখলি যে চোখ
নিজের দুয়ার খোলা রেখে
এ কেমন দিন আইল ভবে (এ কেমন দিন আইল ভবে)
কাঁদলে আমি, জগত হাসে (কাঁদলে আমি, জগত হাসে)

এ কেমন দিন আইল ভবে
কাঁদলে আমি, জগত হাসে
সুধাই না কেউ দুঃখ কি তোর
সুধাই না কেউ দুঃখ কি তোর

এ কেমন দিন আইল ভবে (এ কেমন দিন আইল ভবে)
কাঁদলে আমি, জগত হাসে (কাঁদলে আমি, জগত হাসে)
এ কেমন দিন আইল ভবে
কাঁদলে আমি, জগত হাসে



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link