Gurur Choron

এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন

এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

এক পথে তোর জগত জোড়া সুখের আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো
এক পথে মোর জগত জোড়া সুখের আলো
আর একটা পথ নাইরে চেনা আঁধার কালো

আমি জানি গুরু তুমি আছো সেই না পথে
আমি জানি গুরু তুমি আছো সেই না পথে
আমি পাগল সব ছেড়েছি তোমায় ভালোবেসে

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন

হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন
লালন বলে ভোলা মনরে সপে দে এখন
হাসনের মাটির পিঞ্জিরায় কান্দে আমার মন
লালন বলে ভোলা মনরে সঁপে দে এখন

আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
আমার হৃদয় দিলাম গুরু তোমার চরণতলে
তুমি আমায় গ্রহণ কর শুদ্ধ কর মোরে

ওরে আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
গুরু তোমার বিরহে জ্বলে আমার বুকের আগুন

আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন
আমার এক চোখেতে হাসন কান্দে আর এক চোখে লালন



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link