Vora Chade

It's a full moon
And I'm talking about a river

ভরা চান্দের ভরা গাঙ্গে
উজানে বয় পানি
চোখে উজান আনলো আবার
চোখে উজান আনলো আবার
বন্ধুর মুখখানি

ভরা চান্দের ভরা গাঙ্গে
উজানে বয় পানি
চোখে উজান আনলো আবার
চোখে উজান আনলো আবার
বন্ধুর মুখখানি
ভরা চান্দের ভরা গাঙ্গে

বন্ধু আমার
বন্ধু আমার পারেনি দিতে
এক ফোঁটা হাসি
জনম জনম কাঁদালো আমায়
বাজিয়ে পোড়া বাঁশি

নদীর একুল ভাঙলে জানি
ওকুলেতে গড়ে
আমার হৃদয় দু'কুল ভেঙেই চলে
হৃদয় দু'কুল ভেঙেই চলে
নাহি জোড়া লাগে

ভরা চান্দের ভরা গাঙ্গে

পুবাল বাতাস
পুবাল বাতাস কইয়ো গিয়ে
বন্ধুয়ারই কাছে
একবার যেন চায় গো ফিরা
ভাঙ্গা চান্দের পানে
তোমার কাছে অর্ধেক, বন্ধু
আর অর্ধেকে আমি
আসছে চাঁদের পূর্ণকালে
আসছে চাঁদের পূর্ণকালে
মিলন হবে জানি

ভরা চান্দের ভরা গাঙ্গে
উজানে বয় পানি
চোখে উজান আনলো আবার
চোখে উজান আনলো আবার
বন্ধুর মুখখানি

ভরা চান্দের ভরা গাঙ্গে
ভরা চান্দের ভরা গাঙ্গে
ভরা চান্দের ভরা গাঙ্গে
ভরা চান্দের ভরা গাঙ্গে



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link