Opar Hoye

আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
লয়ে যাও আমায়

পাড়েলয়ে যাও আমায়

আমি একা রইলাম ঘাটে
ভানু সে বসিলো পাটে
আমি তোমা বিনে ঘোর
সংকটে
দয়াল তোমা বিনে ঘোর

সংকটে
না দেখি উপায়
লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়

নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন
নাই আমার ভজন সাধন
চিরদিন কুপথে গমন

আমি নাম শুনেছি পতিত
পাবন
দয়াল নাম শুনেছি পতিত
পাবন
তাইতে দেই দোহাই
লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়

অগতির না দিলে গতি
ঐ নামে রবে অখ্যাতি
ফকির লালন কয় অকুলের
পতি
ফকির লালন কয় অকুলের
পতি
কে বলবে তোমায়?
লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়

আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
লয়ে যাও আমায়
পাড়ে লয়ে যাও আমায়
আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
লয়ে যাও আমায়
পাড়েলয়ে যাও আমায়



Credits
Writer(s): Fakir Lalon Shai
Lyrics powered by www.musixmatch.com

Link