Mahabiswa

কাকে বলে হার? কাকে বলে জিত?
চোখ ভর্তি রাগ, আরো রাগ
জীবন-মৃত্যুর এই জুয়ায় শান্তি নেই, ঘুম নেই
একা জেগে আছে ভয়

ধুয়ে গেছে জীবন আজ, সব গেছে ক্ষয়ে
চলে গেছে ভালোবাসা জনহীন কোন প্রান্তরে
রক্ত ছোটে ক্ষণকাল বহুরূপী আকাশে
কাটে মেঘ তবু রাত জীবনের চারিপাশে

হে মহাবিশ্ব মোর
রিক্ত হাতে নিঃস্ব, হৃদয়ে স্তব্ধ ভোর
হে মহাবিশ্ব মোর
আগুন চোখে রোদ, বয়ে চলে মরুস্রোত

খুঁজে দাও সাদা ঘোড়া, তবে ফিরি ঘরে
তুলে ধরো আলো তোমার ওই প্রাণের 'পরে
নিয়ে নাও বর্ষা মোর, কে কোথায় চলে যায়
ফিরিয়ে দাও মৃত ভাইদের, তবু কিছু পড়ে রয়

হে মহাবিশ্ব মোর
রিক্ত হাতে নিঃস্ব, হৃদয়ে স্তব্ধ ভোর
হে মহাবিশ্ব মোর
আগুন চোখে রোদ, বয়ে চলে মরুস্রোত

মেটে স্বাদ লাল রঙের বারুদের কানাকানি
সরে যাবে এখনই, তবু বসো পাশাপাশি
ছুঁয়ে যায় আকাশের নীল স্বপ্ন ক'টা
হারিয়ে বাতাসে যাচ্ছে না দেখা

হে মহাবিশ্ব মোর
রিক্ত হাতে নিঃস্ব, হৃদয়ে স্তব্ধ ভোর
হে মহাবিশ্ব মোর
আগুন চোখে রোদ, বয়ে চলে মরুস্রোত

হে মহাবিশ্ব মোর
রিক্ত হাতে নিঃস্ব, হৃদয়ে স্তব্ধ ভোর
হে মহাবিশ্ব মোর
আগুন চোখে রোদ, বয়ে চলে মরুস্রোত

হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর

হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর

হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর

হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর
হে মহাবিশ্ব মোর



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link