Satsho Sakal

এভাবেই দিন কেটে যায়
বিষাদ চাঁদরে ঢাকা মুখ
রকমারি আমার অপরাধ
এলোমেলো রূপ
যদি পাই ঘরকুনো সাপ
দুঃখ বিমুখ
মনে তবু কাটেনা যে দাগ
শুয়ে থাকি চুপ

একদিন বুড়ো নাবিকের সাথে
দিক ভুলে যাবে compass
ভুলে যাবো আমি তোমার ঠিকানা
মনে পড়ে যাবে দীর্ঘশ্বাস
বাস্তব, সবই উপহাস

কানাগলি, কপিকলে জং ধরেছে সবার শরীরে
আমিও তো সে দলেরই সং সেই পোশাকি বাইরে
ভুল ভাঙে ভুয়ো মাস্তুল
দাঁড় বাই একা জোয়ারে
কত দূরে তোমার উপকূল
তুমিও কি আছো দাঁড়িয়ে

আজ নয় কাল এই ভাবনায়
মাথার ভেতরে বেঁধা আলপিন
চোরাবালি আছে পূব সীমানায়
তোমার হিয়ায় সেও বেরঙিন
শহর ডুবছে অবচেতনায়
ছোট হয়ে আসে রাত্তির দিন

শূন্য রাত যদি বলে যায় আমার কানে
সাতশো সকাল সেও শুনে যাবে আনমনে
শূন্য রাত যদি বলে যায় আমার কানে
সাতশো সকাল সেও শুনে যাবে আনমনে

শূন্য রাত যদি বলে যায় আমার কানে
সাতশো সকাল সেও শুনে যাবে আনমনে
শূন্য...

Traffic আলোয়, কালো ধোঁয়া মিশে যায়
Traffic আলোয়, কালো ধোঁয়া মিশে যায়
Traffic আলোয়, কালো ধোঁয়া...



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link