Glycerine

Macho Man ব্র্যাকেটে Protection
High Glass ব্র্যাকেটে Position

পারবোনা দিতে, আমি সবটা বিসর্জন
পারবোনা হতে, আমি Handsome Romantic
পারবোনা আমি, Attach থাকতে সারাক্ষণ
কারণ তোমার চোখের জল নয়, Glycerine

কী পারো দিতে তুমি?
কেন হয়ে গেলে চুপ?
কী পারো দিতে তুমি?
সাজানো-গোছানো
তোমার রূপ

Secure ব্র্যাকেটে Security
Stylish ব্র্যাকেটে I Am Pretty

পারবোনা হতে, আমি আলাদিনের জিন
পারবোনা হতে, আমি ভীষণ Caring
পারবোনা করে যেতে আমি একের পর এক ভুল
কারণ তোমার চোখের জল নয়, Glycerine

কী পারো দিতে তুমি?
কেন হয়ে গেলে চুপ?
কী পারো দিতে তুমি?
সাজানো-সাজানো-গোছানো
তোমার রূপ

পারবোনা হতে, আমি আলাদিনের জিন
পারবোনা হতে, আমি ভীষণ Caring
পারবোনা করে যেতে আমি একের পর এক ভুল
কারণ তোমার চোখের জল নয়

ও! কী পারো দিতে তুমি?
কেন হয়ে গেলে চুপ?
কী পারো দিতে তুমি?
সাজানো-গোছানো
তোমার রূপ

কী পারো দিতে তুমি?
ও! কী পারো দিতে তুমি?



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link