Meghmallar

আরও এক সন্ধ্যায় বা বৃষ্টিতে যাবে চলে দূরে
সবুজ থেকে সরে গিয়ে মেঘের ওই পারে
ওইখানেতেই গান যে শেষ তোমার চোখের পাশে
ভুলে গিয়ে নাম, ঝড়ের অদৃশ্য ডানার সাথে

তোমার জন্য ভাষা নেই আমার
ভুলে গেছি ভালোবাসার grammar
শেষ কি হবে ভালোবাসার
যখন দেখা হবে তোমার আমার

গ্ল্যাডিওলাস ডাকে রোজ তোমায় এক নতুন সন্ধ্যায়
ক্যামেলিয়ার সাথে তোমার কথা শেষ প্রায়

নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে তোমাকে উপহার
নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার
নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে তোমাকে উপহার
নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

ভায়োলেট তাই ফিরিয়েছে নাম কোন বৃষ্টিতে
শেষকালে পর্দার ওপাশ থেকে কোন সৃষ্টিতে
কান্না তোমার কালো মেঘে মিশে যায়
দেখা শেষে শূন্যতে হারায়

চলে যেয়ো এই পথ ছেড়ে, থেকো না আর
তুমি গ্রীষ্ম, বর্ষা, শীত, আষাঢ়
দেখা হবে কোন বৃষ্টি ভেজা footpath-এ
রাখবো না হাত তোমার হাতে

নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে তোমাকে উপহার
নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার
নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে তোমাকে উপহার
নীল সমুদ্রের গন্ধে মেঘমল্লার

(নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে)
(নীল সমুদ্রের গন্ধে)
মেঘমল্লার
(নিঃসঙ্গ সন্ধ্যের মাঝে)
মেঘমল্লার



Credits
Writer(s): Lakkhichhara
Lyrics powered by www.musixmatch.com

Link