Abol Tabol

আয়রে ভোলা খেয়াল খোলা
স্বপন দোলা নাচিয়ে আয়
আয়রে পাগল আবল তাবল
মদ্য মাদল বাজিয়ে আয়।(২)
আজ এখানে খ্যাপার গানে
নাইকো মানে নাইকো সুর
আয়রে যেথায় উধাও হাওয়ায়
মন ভেসে যায় কোন সুদূর।(২)
আয়রে ভোলা খেয়াল খোলা...
আয় খ্যাপা মন
গুচিয়ে বাঁধন
জাগিয়ে নাচন তা ধিন ধিন
আয় বেয়াড়া সৃষ্টি ছাড়া
নিয়ম হারা হিসাবহীন(2)
আজ এখানে খ্যাপার গানে...(২)
আয়রে ভোলা খেয়াল খোলা...
আজ গুবিচল
বেঠিক বেতাল
মাদবি মাতাল রঙ এ তে
আয়রে সবে
ফুলের ভবে
অসম্ভবের ছন্দেতে(2)
আজ এখানে খ্যাপার গানে...(২)
আয়রে ভোলা খেয়াল খোলা...(২)
আজ এখানে খ্যাপার গানে...(২)
আয়রে ভোলা খেয়াল খোলা...(২)
End



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link