Filistine

মরছো তুমি, মরছি আমি, লড়ছি তবু রাত্রিদিন
আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি ফিলিস্তিন
লাশে লাশে বাড়ছে দেনা, রক্তে রক্তে অনেক ঋণ
দেশে দেশে চলছে লড়াই করতে বিশ্ব দানবহীন

শিশুর কসম, মায়ের কসম, লাশের কসম রাত্রিদিন
তুমি আমি করছি লড়াই বাংলা-আসাম-ফিলিস্তিন

মরছো তুমি, মরছি আমি, লড়ছি তবু রাত্রিদিন
আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি ফিলিস্তিন

আমার কথা, আমার গান, ফুল, পাখি, আর শিশুর মন
আমার মাটি, আমার দেশ, স্বাধীনতা আমার পণ
আমার কথা, আমার গান, ফুল, পাখি, আর শিশুর মন
আমার মাটি, আমার দেশ, স্বাধীনতা আমার পণ

শিশুর কসম, লাশের কসম, মায়ের কসম রাত্রিদিন
তুমি আমি করছি লড়াই বাংলা-বেলুচ-ফিলিস্তিন

আমরা চাই পৃথিবী, যুদ্ধহীন বাঁচার আশা
আমাদের অস্ত্র হবে মানুষের ভালোবাসা
আমরা চাই পৃথিবী, যুদ্ধহীন বাঁচার আশা
আমাদের অস্ত্র হবে মানুষের ভালোবাসা

শিশুর কসম, লাশের কসম, মায়ের কসম রাত্রিদিন
তুমি আমি করছি লড়াই বাংলা-মিশর-ফিলিস্তিন

মরছো তুমি, মরছি আমি, লড়ছি তবু রাত্রিদিন
আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি ফিলিস্তিন
লাশে লাশে বাড়ছে দেনা, রক্তে রক্তে অনেক ঋণ
দেশে দেশে চলছে লড়াই করতে বিশ্ব দানবহীন

শিশুর কসম, লাশের কসম, মায়ের কসম রাত্রিদিন
তুমি আমি করছি লড়াই বাংলা-আসাম-ফিলিস্তিন

মরছো তুমি, মরছি আমি, লড়ছি তবু রাত্রিদিন
আমার বাড়ি বাংলাদেশে, তোমার বাড়ি ফিলিস্তিন



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link