Ish

জীবন পথের বাকে
আধার মেঘের ফাকে
তোমাকে দেখেছি আমি রোদ্দুর
জীবন অন্তমিলে
একা তুমি হেটেছিলে
হৃদয়ে উঠলো বেজে কোন সূর?

সেই সূর বুকে নিয়ে
পাহাড়ি রাস্তা দিয়ে
হেটে এসে বলেছিলে
ইস...
এতো ভোড়ে কোথা থেকে
আমাকে এনেছো ডেকে
সবাই ঘুমিয়ে ছিল
ভাগ্যিস...

জীবন পথের বাকে
আধার মেঘের ফাকে
তোমাকে দেখেছি আমি রোদ্দুর
জীবন অন্তমিলে
একা তুমি হেটেছিলে
হৃদয়ে উঠলো বেজে কোন সূর?

জড়িয়ে ধরলে বুকে
বৃষ্টি পাতের মুখে
কখনো ভাবিনি এই সব ভুল
হঠাৎ দুষ্টু চোখে
আমার জামার বুকে
গেথে দিলে তুমি রাঙা ধনুফুল।।

সেই সূর বুকে নিয়ে
পাহাড়ি রাস্তা দিয়ে
হেটে এসে বলেছিলে
ইস...
এতো ভোড়ে কোথা থেকে
আমাকে এনেছো ডেকে
সবাই ঘুমিয়ে ছিল
ভাগ্যিস...

ভেজা চুলে বনলতা
শেষ করে সব কথা
আমাকে বলল আজ তবে যাই
কাল আবার দেখা হবে
জ্যোৎস্নার উৎসবে
তুমি কেন হবে? আমি হব রাই।।

সেই সূর বুকে নিয়ে
পাহাড়ি রাস্তা দিয়ে
হেটে এসে বলেছিলে
ইস...
এতো ভোড়ে কোথা থেকে
আমাকে এনেছো ডেকে
সবাই ঘুমিয়ে ছিল
ভাগ্যিস...

জীবন পথের বাকে
আধার মেঘের ফাকে
তোমাকে দেখেছি আমি রোদ্দুর
জীবন অন্তমিলে
একা তুমি হেটেছিলে
হৃদয়ে উঠলো বেজে কোন সূর?

সেই সূর বুকে নিয়ে
পাহাড়ি রাস্তা দিয়ে
হেটে এসে বলেছিলে
ইস...
এতো ভোড়ে কোথা থেকে
আমাকে এনেছো ডেকে
সবাই ঘুমিয়ে ছিল
হা. হা. হা. হা. হা. হা.



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link