Motijheel

সন্ধ্যা নামে মতিঝিলে, ইট পাথরের শাপলা ফুলে
সন্ধ্যা নামে অফিস পাড়ায়, চা দোকানের ছোট্ট টুলে
শেষ বিকেলের রৌদ্রটুকু যেতে যেতে হঠাৎ থামে
কে জ্বালাবে সন্ধ্যাবাতি মনে যখন সন্ধ্যা নামে?

সন্ধ্যা নামে লোকাল বাসে, গায়ে গায়ে ঠাসাঠাসি
বাদুড়ঝোলা ঝুলেও তবু সামনে যেতে ভালোবাসি
সন্ধ্যা নামে লোকাল বাসে, গায়ে গায়ে ঠাসাঠাসি
বাদুড়ঝোলা ঝুলেও তবু সামনে যেতে ভালোবাসি

দাবি-দাওয়ার মিছিলগুলো ফুরিয়ে যায় ডানে-বামে
কে জ্বালাবে সন্ধ্যাবাতি মনে যখন সন্ধ্যা নামে?

সন্ধ্যা নামে দিনের শেষে, রোদের হাসি ঘাসে ঘাসে
আর কিছু না, একটা জীবন থেকো আমার আশেপাশে
সন্ধ্যা নামে দিনের শেষে, রোদের হাসি ঘাসে ঘাসে
আর কিছু না, একটা জীবন থেকো আমার আশেপাশে

শেষ বিকেলের রৌদ্রটুকু কিনে নেবো প্রেমের দামে
তোমার চোখে চেয়ে চেয়ে আমার যেন সন্ধ্যা নামে

সন্ধ্যা নামে মতিঝিলে, ইট পাথরের শাপলা ফুলে
সন্ধ্যা নামে অফিস পাড়ায়, চা দোকানের ছোট্ট টুলে
শেষ বিকেলের রৌদ্রটুকু যেতে যেতে হঠাৎ থামে
কে জ্বালাবে সন্ধ্যাবাতি মনে যখন সন্ধ্যা নামে?



Credits
Writer(s): Sayed Hasan Tipu
Lyrics powered by www.musixmatch.com

Link