Nil Noyona

নীল নয়না মনে কি পড়ে না?
ফেলে আসা হারানো সেই দিন গুলো
নীল নয়না ভুলতে পারিনা
তোমার ওই দুটি চোখ এখনো

কি দারুণ এক কস্ট নিয়ে
বেঁচে আছি একা পৃথিবীতে
তুমি ছাড়া এই জীবন আমার
ভরে গেছে আধাঁরে এখন

কখনো দেখবো না আর
তোমারই ওই নীল চোখ
ভাবতে আমি পারি না
কেঁদে কেঁদে যাই সারাক্ষণ
নীল নয়না ক্ষমা কি পাবো না?
ফিরে আসো আবার এই জীবনে

এই মন আমার উদাস হলো
শুধু তোমাকে হারিয়ে
তুমি বোঝোনি কখনো, বোঝোনি

কত দিন কেটেছে রাত কেটেছে
তোমাকেই খুঁজে
শুধু তুমিতো আসো নি, আসো নি
ওই নীল দুটি চোখে হারিয়েছি আমি
তুমি, তুমি ছাড়া কিছু বুঝি না

কখনো দেখবো না আর
তোমারই ওই নীল চোখ
ভাবতে আমি পারি না
কেঁদে কেঁদে যাই সারাক্ষণ
নীল নয়না ক্ষমা কি পাবো না?

এক ঝড় এসে হঠাৎ করে
কেড়ে নিলো তোমাকে
বলো কি করে বাঁচি তুমিহীন
এই মন জুড়ে যত আশা ছিলো
সব শুখিয়ে গেছে
একাকী হলাম আমি তুমিহীন

ওই নীল দুটি চোখে হারিয়েছি আমি
তুমি, তুমি ছাড়া কিছু বুঝি না

কখনো দেখবো না আর
তোমারই ওই নীল চোখ
ভাবতে আমি পারি না
কেঁদে কেঁদে যাই সারাক্ষণ

নীল নয়না মনে কি পড়ে না?
নীল নয়না ক্ষমা কি পাবো না?



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link