Maa

ঐ দূর আকাশের তারা রে
বলে দে না কোনটা আমার মা
মা কি আমায় দেখতে পায় না?
কতদিন দেখি না মায়ের মুখ

ঐ দূর আকাশের তারা রে
বলে দে না কোনটা আমার মা
মা কি আমায় দেখতে পায় না?
কতদিন দেখি না মায়ের মুখ

মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না
মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না

ঘুম পাড়িয়ে রেখে মা আমাকে
চলে গেলো কোন অজানাতে
ঘুম পাড়িয়ে রেখে মা আমাকে
চলে গেলো কোন অজানাতে

কেউ কি জানো মা কেমন আছে?
কত দূরে আছে, বলে দাও আমায়

মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না
মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না

ঐ দূর আকাশের তারা রে
বলে দে না কোনটা আমার মা
মা কি আমায় দেখতে পায় না?
কতদিন দেখি না মায়ের মুখ

ঐ দূর আকাশের তারা রে
বলে দে না কোনটা আমার মা
মা কি আমায় দেখতে পায় না?
কতদিন দেখি না মায়ের মুখ

মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না
মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না

ও মা
তোমার মতো কেউ না
মাগো মা, ওগো মা
তোমার মতো কেউ না

ঐ দূর আকাশের তারা রে
বলে দে না কোনটা আমার মা
মা কি আমায় দেখতে পায় না?
কতদিন দেখি না মায়ের মুখ



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link