Jodi Kokhono

কী হবে যদি কখনো কোনোদিন এমন কিছু হয়ে যায়
মনে করো সারারাত তুমি আমি
হাসি-গানে-গল্পে, সুখী সুখী মন নিয়ে
ক্লান্ত দেহে মনের অজান্তে ঘুমিয়ে পড়েছি

রাত শেষে ভোর এলে তোমার দু'চোখ খুলে
চেয়ে দেখো যদি তোমারই পাশে আমি পড়ে আছি প্রাণহীন

কতটা কেঁদেছো তুমি, জানবো না
ক্ষমা করেছো কি না, জানবো না
শুধু জেনে যাবো আমি, আমার একটাই তুমি
তুমি ছাড়া পৃথিবীতে এতটা আপন কেউ ছিলো না

রাত শেষে ভোর এলে তোমার দু'চোখ খুলে
চেয়ে দেখো যদি তোমারই পাশে আমি পড়ে আছি প্রাণহীন

তাই বলে যেতে চাই, ভুলো না আমায়
যদি মনেরই অজান্তে দুঃখ দেই তোমাকে
গানের পাখি আমি আসবো না ফিরে এই পৃথিবীতে
এই কথা ভেবে যদি পারো, ভুল করো না আমাকে ক্ষমা করে দিতে



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link