Ki Kore Boli

কী করে বলি তোমাকে আমি ভালো নেই, ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই
কী করে বলি তোমাকে আমি ভালো নেই, ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই

মনে পড়ে কি তোমার এই আমাকে?
না কি তুমিও আমার মতো কাঁদো একা ঘরে?

কী করে বলি তোমাকে আমি ভালো নেই, ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই

তুমি তো জানো তুমি ছাড়া আমার আর কেউ নেই
তুমি তো জানো তুমি ছাড়া আমার আমিও নেই
বলো কী করে বাঁচি একা ঘরে আমি একা তুমি ছাড়া
তোমারও কি আমারই মতো আর কেউ নেই আমি ছাড়া

মনে পড়ে কি তোমার এই আমাকে?
না কি তুমিও আমার মতো কাঁদো একা ঘরে?

কী করে বলি তোমাকে আমি ভালো নেই, ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই

একাকিত্বের কী যে জ্বালা, কাউকে যায় না বলা
নীরবে কেঁদে কেঁদে চলা, চাইলেও যায় না ভুলা
বলো কী করে বাঁচি একা ঘরে আমি একা তুমি ছাড়া
তোমারও কি আমারই মতো আর কেউ নেই আমি ছাড়া

মনে পড়ে কি তোমার এই আমাকে?
না কি তুমিও আমার মতো কাঁদো একা ঘরে?

কী করে বলি তোমাকে আমি ভালো নেই, ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই
তুমি ছাড়া এ জীবন আর ভালো নেই



Credits
Writer(s): Ayub Bachchu
Lyrics powered by www.musixmatch.com

Link