Ami Purbo Desher Purnari

তারপর ঘটল সেই দুর্ভাগ্যজনক ঘটনা
১৯৪২ সালের ১০ই জুলাই
এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে
কবি হারালেন তার বাকশক্তি
তার স্মৃতিশক্তিও ক্রমে লুপ্ত হয়ে গেল
এক প্রাণবান কবিপুরুষ পরিণত হলেন জীবন্মৃতে

১৯৪১ সালেই এক ভাষণে কবি বলেছিলেন
"যদি আর বাঁশি না বাজে আমায় আপনারা ক্ষমা করবেন"
মনে করবেন পূর্ণাত্তের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ
এ ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে
আপনাদের মাঝে কেঁদে গেলো
হয়ত অপূর্ণতার বেদনা নিয়েই বিদায় নিয়েছেন নজরুল
কিন্তু বাংলা সাহিত্য ও সংগীতের ভাণ্ডার তিনি করে গেছেন সমৃদ্ধ, ঐশ্বর্যমণ্ডিত

আমি পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

গাগরি ভরিয়া এনেছি গো
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি

পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

পদ্মা-কূলের আমি পদ্মিনী-বধূ
পদ্মা-কূলের আমি পদ্মিনী-বধূ
এনেছি শাপলা-পদ্মের মধু
এনেছি শাপলা-পদ্মের মধু

ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
ঘন বন ছায়ায় শ্যামলী মায়ায়
শান্তি আনিয়াছি ভরি' হেমঝারি
শান্তি আনিয়াছি ভরি' হেমঝারি

পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

শঙ্খ-নগর হতে আনিয়াছি শাখা, অভয়শঙ্খ
ঝিল্ ছেনে এনেছি সুনীল কাজল গো
বিল্ ছেনে অনাবিল চন্দন-পঙ্ক
এনেছি বিল্ ছেনে অনাবিল চন্দন-পঙ্ক
এনেছি, শত ব্রত-পার্বণ-উৎসব
এনেছি, সারস হংসের কলরব
এনেছি, সারস হংসের কলরব

এনেছি, নব আশা-ঊষার সিন্দুর
এনেছি, নব আশা-ঊষার সিন্দুর
মেঘ-ডম্বরু সাথে মেঘ-ডুমুর শাড়ি

আমি পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী

গাগরি ভরিয়া এনেছি গো
গাগরি ভরিয়া এনেছি গো অমৃত-বারি

পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী গো
আমি পূরব দেশের পুরনারী



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link