Asibe Tumi Jani Prio

বিশ্ব মুসলিম ঐক্যচেতনা ও তুরস্কের নবজাগরণ
২০ শতকের গোড়ার দিকে মুসলিম মনে নতুন প্রেরণার সঞ্চার করে
এই প্রেরণার আবেগ-স্পন্দনও বাণীরূপ লাভ করে নজরুলের অনেক কবিতা-গানে
"ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে কামাল ভাই"
"অসুর-পুরে শোর উঠেছে জোর্ সে সামাল-সামাল তাই"
"কামাল! তু নে কামাল কিয়া ভাই!"
"হো হো কামাল! তু নে কামাল কিয়া ভাই!"

স্বদেশের সকল মানুষের জাগরণই ছিল নজরুলের লক্ষ্য
একারণেই তিনি হিন্দু, মুসলমান নির্বিশেষে
সকল মানুষকে আহ্বান জানিয়েছেন
সত্য, ন্যায়, সুন্দর ও স্বাধীনতার পথে
নজরুল রচিত অনেক কবিতা ও শ্যামাসঙ্গীতে
প্রতীক ও রূপকের সহায়তায়
সত্যি, সত্য ও সুন্দরের বন্দনাগান ধ্বনিত হয়েছে
সাম্যবাদী নজরুলের কণ্ঠে ধ্বনিত হয়েছে-
"গাহি সাম্যের গান-"
"মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্ "

জাতীয় নবজাগরণ ও স্বাধীনতার চারণকবি নজরুল
তার ব্যক্তিজীবনের অনেক tragedy-কে উপজীব্য করেও
রচনা করেছেন বহু অনবদ্য কবিতা-গান
কবিকণ্ঠেই একদা ধ্বনিত হয়েছিল-
"হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান্ "
"তুমি মোরে দানিয়াছ খ্রীষ্টের সম্মান"
"কন্টক-মুকুট শোভা। -দিয়াছ, তাপস"
"অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস"
আজীবন দারিদ্রের সাথে ঘর করেও
নজরুলের সৃষ্টি-সুখের উল্লাসে কখনো ভাটা পড়েনি

আসিবে তুমি, জানি প্রিয়!
আসিবে তুমি, জানি প্রিয়!

আনন্দে বনে বসন্ত এলো-
ভুবন হ'ল সরসা প্রিয়-দরশা, মনোহর

আসিবে তুমি, জানি প্রিয়!

বনান্তে পবন অশান্ত হ'ল তাই
বনান্তে পবন অশান্ত হ'ল তাই, কোকিল কুহরে
ঝরে গিরি–নির্ঝরিণী ঝর ঝর

আসিবে তুমি, জানি প্রিয়!

অধীর সমীরে দিগঞ্চল দোলে
অধীর সমীরে দিগঞ্চল দোলে
মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে
মালতী বিতানে পাখি পিউ পিউ বোলে

অঙ্গে অপরূপ ছন্দ আনন্দ-লহর তোলে
দিকে দিকে শুনি আজ
আসিবে রাজাধিরাজ প্রিয়তম সুন্দর

আসিবে তুমি, জানি প্রিয়!
আসিবে তুমি, জানি প্রিয়!

আনন্দে বনে বসন্ত এলো-
ভুবন হ'ল সরসা প্রিয়-দরশা, মনোহর

আসিবে তুমি, জানি প্রিয়!
আসিবে তুমি, জানি প্রিয়!
আসিবে তুমি



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link