Ghumiye Geche Sranto Hoye

ব্যক্তিগত tragedy এবং সুখ, দুঃখ, বেদনাকেও
তিনি বাঙ্ময় করেছেন তাঁর কবিতা, গানে

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
করুণ চোখে চেয়ে আছে
করুণ চোখে চেয়ে আছে
সাঁঝের ঝরা ফুলগুলি
আমার গানের বুলবুলি
ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে

ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হল কোন নিষাদের বান খেয়ে
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হল কোন বিষাদের বান খেয়ে
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা-রাণী চুল খুলি
আমার গানের বুলবুলি

ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে
আমার গানের বুলবুলি



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link