Karar Oi Louho Kopat

"আয় চলে আয়, রে ধূমকেতু
আঁধারে বাঁধ্ অগ্নিসেতু
দুর্দিনের এই দুর্গশিরে
উড়িয়ে দে তোর বিজয়-কেতন"

"আমার সুন্দর প্রথম এলেন ছোটগল্প হয়ে
তারপর এলেন কবিতা হয়ে
তারপর এলেন গান, সুর, ছন্দ ও ভাব হয়ে
আর তা এল রুদ্র-তেজে, বিপ্লবের, বিদ্রোহের বাণী হয়ে"

"বল বীর-
বল উন্নত মম শির!
শির নেহারি আমারি
নত-শির ওই শিখর হিমাদ্রীর!"

কৈশোরে লেটোর দলে গান বাঁধার মধ্যে দিয়ে
যার সাহিত্য-জীবনের শুরু
আসানসোলের রুটির দোকানে কাজ করার ভেতর দিয়ে
যার নতুন করে রূঢ় বাস্তব জীবনের সাথে পরিচয়
ময়মনসিংহের কাজী শিমলা
ও দরিরামপুরে কেটেছে যার ছাত্রজীবনের কিছু কাল
তিনিই পরবর্তীকালে হলেন বিদ্রোহী কবিতার জনক

বাংলা সাহিত্যে বিদ্রোহী চেতনা সম্পন্ন
কবিতা, গান ও অন্যান্য ধরণের বিচিত্রধর্মী রচনার অসামান্য রূপকার
আমি বেদুঈন, আমি চেঙ্গিস
আমি আপনা ছাড়া করি না কাহারে কুর্ণিশ!

শৈশব ও কৈশোরে দীন-দরিদ্র, নিপীড়িত ও ব্যথাতুর মানুষের সাথে
একাত্ম অনুভূতিতে জেগে উঠেছিলেন বলেই
পরবর্তীকালেও নজরুল বলতে পেরেছিলেন-
"মহা-বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন-রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না
বিদ্রোহী রণ-ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত"

প্রথম মহাযুদ্ধকালে বাঙালি পল্টনে যোগ দিয়ে
করাচী অবস্থানকালে নজরুল লেখেন-
"তার রিক্তের বেদন" ও "ব্যথার দান", ইত্যাদি অনেক রচনা
বাঁধনহারারও অনেকখানি রচিত হয়েছিলো করাচীতে
বাঁধনহারা পত্রোপন্যাসের মূলে ছিল প্রেমের ব্যর্থতা
সেই ব্যর্থতাই শেষে রূপান্তরিত হয়েছিলো বিদ্রোহে

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট

এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল

এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল
এই শিকল পরেই শিকল তোদের করব রে বিকল

এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল

গাজনের বাজনা বাজা!
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্যকে রে?

হা হা হা পায় যে হাসি
হা হা হা পায় যে হাসি
ভগবান পরবে ফাঁসি!
সর্বনাশী শিখায় এ হীন তথ্য কে রে

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট

তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়
তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দী হতে নয়
ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন-ভয়
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ ব মোরা জয়
এই বাঁধন প'রেই বাঁধন-ভয়কে কর্ ব মোরা জয়

এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল
এই শিকল-বাঁধা পা নয় এ শিকল ভাঙা কল

এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল

ওরে ও পাগলা ভোলা!
ওরে ও পাগলা ভোলা!
দে রে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধরে হেচ্ কা টানে!

মার হাঁক হায়দারী হাঁক
মার হাঁক হায়দারী হাঁক
কাঁধে নে দুন্দুভি ঢাক
ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে!

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট

তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে কর্ ছ বিশ্ব গ্রাস
আর ত্রাস দেখিয়েই ক'র্ বে ভাবছ বিধির শক্তি হ্রাস
তোমরা বন্ধ ঘরের বন্ধনীতে কর্ ছ বিশ্ব গ্রাস
আর ত্রাস দেখিয়েই ক'র্ বে ভাবছ বিধির শক্তি হ্রাস
সেই ভয় দেখানো ভূতের মোরা ক'র্ বো সর্বনাশ
সেই ভয় দেখানো ভূতের মোরা ক'র্ বো সর্বনাশ

এবার আন্ বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল
এবার আন্ বো মাভৈঃ বিজয়-মন্ত্র বল-হীনের বল

এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল

নাচে ওই কালবোশাখী
নাচে ওই কালবোশাখী
কাটাবী কাল বসে কি?
দেরে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি!

লাথি মার, ভাঙ্গরে তালা!
লাথি মার, ভাঙ্গরে তালা!
যত সব বন্দী শালায়
আগুন-জ্বালা, আগুন-জ্বালা, ফেল উপাড়ি

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট

তোমরা ভয় দেখিয়ে কর্ ছ শাসন জয় দেখিয়ে নয়
সেই ভয়ের টুঁটি ধর্ ব টিপে কর্ ব তারে লয়
তোমরা ভয় দেখিয়ে কর্ ছ শাসন জয় দেখিয়ে নয়
সেই ভয়ের টুঁটি ধর্ ব টিপে কর্ ব তারে লয়
মোরা আপনি ম'রে মরার দেশে আন্ ব বরাভয়
মোরা আপনি ম'রে মরার দেশে আন্ ব বরাভয়

মোরা ফাঁসি আন্ ব হাসি মৃত্যু-জয়ের ফল
মোরা ফাঁসি আন্ ব হাসি মৃত্যু-জয়ের ফল

এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল
এই শিকল পরা ছল মোদের এ শিকল পরা ছল

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
ভেঙ্গে ফেল কর রে লোপাট
রক্ত-জমাট শিকল পূজার পাষাণ-বেদী

ওরে ও তরুণ ঈশান!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ!
ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি

কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট
কারার ঐ লৌহকপাট



Credits
Writer(s): A R Rahman, Late Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link