Ke Duronto Bajaow

কবিপুত্র বুলবুলের অকালমৃত্যু
তাকে এক করুণ অভিজ্ঞতা ও অনুভূতিতে আবিষ্ট করে দেয়
সদা হাস্যমুখ, প্রাণচঞ্চল, সতেজ ও প্রাণবান কবির মধ্যেও
ক্রমে পরিবর্তন দেখা গেল
তার আগেকার প্রাণোচ্ছলতা ক্রমে মিয়িয়ে এলো

কে দুরন্ত বাজাও, বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
কে দুরন্ত বাজাও, বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
কে দুরন্ত বাজাও
আকাশ কাঁপে সে সুর শুনে
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী
ঝড়ের ব্যাকুল বাঁশি
কে দুরন্ত বাজাও

বন ঢেলে দেয় উজাড় করে
ফুলের ডালা চরণ 'পরে
বন ঢেলে দেয় উজাড় করে
ফুলের ডালা চরণ 'পরে
নীল গগনে আসে ছুটে
নীল গগনে আসে ছুটে মেঘের রাশি
ঝড়ের ব্যাকুল বাঁশি

কে দুরন্ত বাজাও

বিপুল ঢেউয়ের নাগর-দোলায় সাগর দুলে
বান ডেকে যায় শীর্ণা নদীর কুলে কূলে
বিপুল ঢেউয়ের নাগর-দোলায় সাগর দুলে
বান ডেকে যায় শীর্ণা নদীর কুলে কূলে

তোমার প্রলয় মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
তোমার প্রলয় মহোৎসবে
বন্ধু ওগো, ডাকবে কবে?
ভাঙবে আমার ঘরের বাঁধন
ভাঙবে আমার ঘরের বাঁধন কাঁদন হাসি
ঝড়ের ব্যাকুল বাঁশি

কে দুরন্ত বাজাও, বাজাও ঝড়ের ব্যাকুল বাঁশি
কে দুরন্ত বাজাও
আকাশ কাঁপে সে সুর শুনে
আকাশ কাঁপে সে সুর শুনে সর্বনাশী
ঝড়ের ব্যাকুল বাঁশি
কে দুরন্ত, কে দুরন্ত, কে দুরন্ত বাজাও



Credits
Writer(s): Kazi Nazrul Islam
Lyrics powered by www.musixmatch.com

Link